জীবন নামের রেল গাড়িটা
    এম,এ,সালাম
       ২৪-০২-২০


জীবন নামের রেল গাড়িটা-
    পায়না খুঁজে স্টেশন,
সেই যে কখন  ছুটে চলছে
    গন্তব্যের নেই দরাশন।


চলতে আছে  চলতে থাকবে-
     তৈল ফুড়াবে না যতকাল,
তৈল ফুড়ালে থেমে যাবে
     মেশিন  অনাধি অনন্তকাল।


গাড়িটার নেই টিকিট মাষ্টার-
    নেই রে কোন যাত্রী,
রেল গাড়িটা হাওয়ায় চলে
     লাইন ছাড়া দিবারাত্রী।


ক্লান্ত হলে বিশ্রামে  যায়-
     স্টেশনের ভিতর,
হুইসাল দিয়ে জানিয়ে দেয়
    ছাড়বে না যে সে আর।


দুই চাকার রেল গাড়িটা-
    বিরতিবিহীন চলে,
স্টেশনের খোঁজ না পেলে
    যাবে যে পথ ভুলে।