জীবন নদীর তটে (১৮৫৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৮-২০২২
*----------------------------------*
জীবন নদীর জোয়ার ভাঁটায়
মন প্রাণ দোলা খায়,
বিপদ জনক স্রোতের পাকে
বারে বারে দোল খায়।


কখনও  কখনও  উঠে ঢেউ
জীবন নদীর বাঁকে,
সময় ও স্রোত ছুটে যে চলে
কত যে ছবি আঁকে?


সাগর সলিলের শেষ প্রান্তে
সেখানে নদীর যবনিকা,
তুমি ব্যতিত মন মরুভুমি সম
কানা কড়িতে ই বিকা।


নদীর বুকে ঢেউয়ের ঝঙ্কারে
কখনও তুমি শান্ত,
ঢেউয়ের তালে উথলে জল
পৃথিবী করো প্রশান্ত।


মিসির ন্যায় কালো চোখের
ইশারায় তুমি ডেকো,
মরুভুমির মত শূন্য হৃদয়ে
কখনো পূর্ণতা আঁকো।


গঙ্গার তরঙ্গ  উথলে উঠে
রাঙা ঢেউয়ের তালে,
জীবনটা আমার ধন্য হবে
অপরাহ্নে পরশ পেলে।