জীবন শুধু একটাই
   এম,এ,সালাম
    ২৩-০১-২১


জীবন নিয়ে খেলছো খেলা তোমার দেখা নাই
কেমন খেলা খেলছো তুমি মাঠে  কৃপা পাই।
যদি খেলার মাঠে না হয় দেখা,পার্থিব জীবনে,
অবশ্যই মিলন হবে জীবের শুরু যার  মরনে।
সবারই জীবন আছে, নাই সুন্দর একটি  মন
থাকলেও সাহায্য করে না আছে যার অঢেল ধন।
নয়ন  আছে সবার মাথায় নাই যে নেক দৃষ্টি,
সময় মতো পড়েনা,স্রষ্টার দেয়া রহমতের বৃষ্টি।
জীবন শুধু একটাই,সতত উপভোগ করে যাই
লোভ মোহের  বশিভুত হয়ে যে যার মত খাই।
লোভ-লালসায়  মানবতা,সতত ভূলুণ্ঠিত  হয়
অমানুষ হয়ে অপকর্মে লিপ্ত,চরিত্রের অবক্ষয়।
জীবন শুধু একটাই,মানুষ বুঝতে চাযনা সবাই,
স্বার্থের কারনে জীবন নাশে,অন্যকে হরণ তাই।
এক জীবনে অনেক পেলে,আর কতো কিছু চাই
মানুষ যতো পাবে বেশি নিবে, চাওয়ার শেষ নাই।
জীবন শুধু একটাই, সতত ভালো কাজ করো,
বাঁকা পথ ছেড়ে সবে ভাইরে সোজা পথ ধরো।
মানব সেবায়  সৃষ্টির সেবায় জন্ম  সার্থক হবে
মানুষ হাসি-খুশি,আনন্দেতে  সবাই বেঁচে রবে।