জীবন এক চলন্ত ট্রেন
     এম,এ,সালাম
       ০৪-০৭-২১
===========
এ জীবন  জীবন নয়
যেন চলন্ত এক ট্রেন,
কোথাও থামে না যেন
এই সুখ দুঃখের ব্রেন।

এ জীবন জীবন নয়
মঞ্চ নাটকের যেন,
এর সমাপ্তি কোন খানে
সুখ দুঃখেতে হেন।


এ জীবন জীবন নয়
জ্বলন্ত আগুনের কুন্ড,
দাউ দাউ জ্বলে দেহে
জীবন হয় লণ্ডভণ্ড।


এ জীবন জীবন নয়
শুধু হাসি,কান্নার ঘর,
হিংসা,নিন্দার নাটকে
আপন হয় সব পর।


এ জীবন জীবন নয়
যেন স্রোতস্বিনী নদী,
বাস্তবতা চলার পথে
মানিয়ে চলে নিরবধি।