জীবন প্রদীপ
এম,এ,সালাম
  ০৭-০৪-২১


জীবনের পথ হইলে উল্টো
প্রালয়িকের দিকে যাবে,
তার প্রসংশা করতে সতত
জ্ঞানী লোকজন ভাবে।


দিনের আলোয় স্বচ্ছ সতত
কাজে লাগালে তাকে,
জ্ঞানীর পথ কবু হয় না ভ্রষ্ট
লুকায়  না ভুল বাঁকে।


সম্মান নিয়ে সুখের কল্যাণ
দেশ ও দশের তরে,
মানুষের সুখ আনন্দের মুখ
দেখবে হৃদয় ভরে।


সৃষ্টির  জ্ঞান করলে অর্জন
জীবন আলোর শিখা,
সঞ্চালনায় মহাজ্ঞানালয়
ইতিহাস হয় লিখা।


মানব মনের শেষ সীমান্তের
প্রদীপ শিখার আলো,
দেশ ও দশের সু- কল্যানে
সমৃদ্ধি  হোক ভালো।