জীবনের শূন্য ডায়েরি (১৯৭৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-১২-২০২২
==================
এই জগতের মায়া মমতা
সবই কেবল মিছে,
দুনিয়ার পিছে যত দৌড়াবে
ততই পড়িবে পিছে।


জীবন ডায়েরি খুলে দেখছি
হিসাব মিলে না কিছু,
আনন্দ উল্লাসে যতই  মজেছি
হতাশা ছাড়ে না পিছু।


প্রেমের মধ্যে যতবার মজেছি
পেয়েছি নগদ সুখ,
কতবার লিখেছি প্রেমের কথা
শুধু দেখা যায় দুখ।


জীবনের খাতার সকল পাতা
নীল রঙে ভরে গেছে,
তালাশি দিয়ে দেখছি সবই
জীবনের সাধনা মিছে।


প্রভুর কাছে কি জবাব দিব?
তাহা নিয়ে শুধু ভাবছি,
অসীম দয়ার মালিক তুমি
ক্ষমার দরখাস্ত রাখছি।