জীবন
এম,এ,সালাম
২৬-০৯-২০


জীবন এখন মরীচিকা
শুধুই হা হা কার,
সুখগুলো সব মরে গেছে
এখন যন্ত্রনায় কাতর।


চতুর্দিকে কান্নার রোল
করুন বেদনার সুর,
দুঃখে ভরা এ জীবনটা
সুখটা বহুদুর।


এ তরীখানি ভাসাতে গিয়ে
খুঁজে পাই না কুল,
কাজের মাঝে হারিয়ে যাচ্ছে
ভালোবাসার ফুল।


ভোরের আলোর পরশ পেয়ে
মনের দোর খুলবে,
আঁধার কেটে আলোর আভায়
মনটা সুখে ভরবে।


দিনের পরশ না পেয়ে আজ
কষ্টে কাটছে দুঃখের দিন,
আবার কবে মনের মাঝে
বাজবে সুখের বীণ।