যোগ্য নেতা
এম,এ,সালাম
২১-০৩-২১
----------------------------------
টুঙ্গিপাড়ার সাহসী  ছেলে
সবার প্রিয় নাম,
সেই ছেলেটি আর কেউ নন
শেখ মুজিবুর রহমান।


বাঙালি জাতির অধিকারে
জেল খেটেছে কত?
নির্জন কক্ষে তেরটি বছর
কষ্টে কেটেছে যত।


জীবনের সুখ বিসর্জন দিয়ে
রেখেছে বাংলার মান,
তার জন্য স্বাধীনতার সুখ
বাঙালি জাতির প্রাণ।


ক্রান্তিলগ্নের সাহসী কাণ্ডারী
বাঙালির  গর্বের ধন,
তার হুকুমে বিলিয়ে দিয়েছে
বাঙালির জান মান।


ছয় দফা আর এগারো দফায়
স্বাধীনতা অর্জনে প্রধান,
ভাষা আন্দোলন স্বায়ত্তশাসনে
রেখেছে বিশ্বয়কর অবদান।


সাতই মার্চের  ভাষনে যে নেতা
দিলেন স্বাধীনতা র ডাক,
তর্জনীর অসীম সাহস দেখেই
বিশ্ববাসী হলেন হতবাক


মাটি ও মানুষের লাগি যে নেতার
ছিলো  মমত্ববোধ ও টান,
সে মানুষটি জীবন উৎসর্গ করে
দিল ভালোবাসার  প্রতিদান।


মুজিব তুমি মরেও অমর রয়েছো
কে বলে তুমি আজ নাই ?
ঘাতকরা তোমার প্রাণ কেড়ে নিলেও
বজ্র কণ্ঠ শুনতে পাই।