জোঁক
এম,এ,সালাম
০১-০৭-২০


জলয্ক বাস করে মাঠে,পুকুরে, ডোবায়
চিনে জোঁক বাস করে বন, লতা পাতায়।
জোঁক চুষে খায় নাকি গরু মহিষের রক্ত
চিনে জোঁকের পছন্দ নাকি মানুষের রক্ত।
পানি জোঁক রক্ত চুষে শরীর ফুলিয়ে খায়
চিনে জোঁক রক্ত চুষে ছাগল মানুষের গায়।
মানুষ রুপি জোঁক আছে বাসায় বাস করে
নিগরিয়ে রক্তচুষে খায় যারে পায় তারে।
ভেদাভেদ মানে না, খুঁজে গরীব দুঃখীর রক্ত
চুষে খাওয়ার সুযোগ পেলে মানে না ওয়াক্ত।
জাত বিজেত নাহি মানে খায় চোখ বুজে
সময় সুযোগ পেলে আবার তারেই খুঁজে।
রক্ত খেয়ে ভারী করে শরীর  মোটা করে
খরের চালা খেয়ে খেয়ে পাকা নীর গড়ে।
বিবেক আজ ঘুমিয়ে গেছে চিরতরের জন্য
নিদ্রাহীন জোঁকরা আজ করছে ধন্য ধন্য।
শোষক চোষক ঘুরে বেড়ায় মহাদর্প ভরে
বিবেকবান তাদের দেখে লজ্জা শরম করে।
কাহার গোলায় কে দে গো ধুপের ধোঁয়া?
দোস্তবাড়ির খাদিম দেয় তোলায় দেরপোয়া।