রাজ কপালে জন্মেছিলাম-
     অচেনা কোন দেশে,
কর্মগুনে জীবন গড়ি,
      ইতিহাসের পাতে।
রঙ তামাশায় কাটাইলাম দিন-
     নর্তকীর নাচের তালে,
অক্কা পেলেই এই তামাশা,
     যাবে যে বিফলে।
মানব জীবন পরিস্ফুটিত নয়-
     গোলাপের পাঁপড়ির মত,
কষ্টের আঘাত সইতে হবে,
     সাধ মিটাইলে তত।
ফুল ফুটিলে বাগানেতে-
      ফুলের মালি ফুল তুলে,
না চিনিয়া অচেনা গাঁয়,
      জন্মিলি কেমনে।
অচিন গাঁয়ে শয়ে শয়ে-
      জীবন গড়লি কত?
দম ফুরালে সোনার যৌবন,
       পুণঃ ফিরে পাবি নাক।
আশা সেট মরুচিকা-
      নিশার স্বপ্নের মত,
করলি কাজ গড়লি জীবন,
    আমাবশ্যার চাঁদের মত।
চিনতাম যদি দেশটি নকল-
    জন্ম নিতাম না,
কুড়ে কুড়ে সোনার যৌবন-
     লোনায় খেত না।
অচেনা দেশে পারি জমাই-
    শুধু আমি একা,
উচ্চ রবে জানিয়ে দেই,
     আমি ছিলাম বোকা।
অচেনা দেশে জন্ম হয়েছি-
      ছিলনা আমার জানা,
চোঁখ থাকিতে আমি হলাম,
   মস্ত বড় কানা।