জন্ম জয়ন্তীতে
    এম,এ,সালাম
         ১১-০৫-২০
আমার লিখা কাব্য-" রবীন্দ্র জয়ন্তী" থেকে নেয়া ১২ চরণ-


"লেখাপড়ায় রুচি নেইকো
    আড্ডা ও ঘুরতে বেশ পাকা,
ওকে দেখাশুনা করার জন্য
    চাকর ব্রজেশ্বর কে রাখা।


দুধের প্রতি লোভ ছিল কম
    তাই ব্রজেশ্বরকে দুধ দিয়ে,
সমার্থনে মিথ্যা বলাতেন
    বাবার কাছে বানিয়ে বানিয়ে।


কবি,স্কুল ফাঁকি দেয়ার জন্য
    কত মিথ্যা জাহির করেন,
জ্ব্রর না থাকিলেও জ্বর বলে
   বাবার কাছে অভিনয় করেন।"