ঝড়ে গেল বিকেলে
        এম, এ, সালাম
                 ০৩-০৬-১৯    
                      
গোলাপের ডগার গ্রীষ্মের শিশির-
     ভোরের রবির আলো পড়ে,
আজ বিকেলের ঝড়ো হাওয়ায়
     হায়রে! ফুলটি গেল ঝড়ে।
        
ঝলমলে ফুলে টলমলে পানি-
     গ্রীষ্মের প্রখর তাপের ফলে,
দ্বি-প্রহরের সূর্যের প্রচন্ড তাপে,
     হাসি মাখা ফুল নেতিয়ে পড়ে।


এত সুন্দর ফুল যাবে ঝড়ে-
      আজ স্মৃতি হয়ে থাকবে ফুল,
ভুল বুঝে কে ফুল তুলে নিয়ে,
     কাল খোপায় জড়াবে ফুল।


সকালের ফুল বিকেল বেলা-
    নিয়মেই নেতিয়ে পড়ে যদি,
মানুষের জীবন ক্ষনিকের তরে,
    ঝড়ে পড়া ফুলের মত অস্থায়ী।


ক্ষনিকের জীবনে বড়াই কর-
   যুগের পর যুগ স্থায়ী হবার তরে,
তোমার জীবন যাবে যে ঝড়ে,
    ভেবে দেখ নির্দিষ্ট সময় পড়ে।


কচুপাতার উপর পানি টলমল-
       তেমনি জীবনও টলমল,
নেতিয়ে পড়া বিকেলের ফুল,
       আর হবে না যে ঝলমল।