হাওয়ায় কথা ভাসিয়ে দিলে-
   এখনো হাওয়ায় ভাসে,
মনের কোনের সেই স্বপ্নেরা
    মনের মাঝে  হাসে।


ঠাই দিলে তো জায়গা পাবে-
   ঝুলে রবে কত দিন,
মেঘমালায় হাওয়ায় ভাসে
    মনে বৃষ্টি বহিবে যেদিন।


উড়ো কথনে প্রেম হয় না-
     শূন্যে করে ঘোরাঘুরি,
প্রেম নিবেদনে খাঁটি মনটি
      বিলিয়ে দাও তাড়াতাড়ি।


হাওয়ায় ভাসা পরাগরেনুরা-
    হাওয়ায় ভেসে বেড়ায়,
কে আছ ভাই বলিতে পার?
    পরাগায়নের তরে তাড়ায়।


কত মাঝিরা হারি গেয়ে যায়-
    নদীর মাঝে ভেসে ভেসে,
সেই হারিতে ভরা নদীটার
     কিছু যায় আর আসে।


মন বিলিয়ে মন পাওয়া যায়-
   তেমনি  ধন বিলিয়ে ধন,
মধুর কথনে প্রেম হয় না
    সত্যিকারে মন দিবে না যখন।