কাব্যের পরিণয়(সনেট)
   এম এ সালাম
    ২২-০১-২০


বন্ধু, কবিতা আমার প্রানের স্পন্দন-
তাই ভালবেসে কবিতার কথা লিখি
প্রতিদিন রুটিন মাফিক কবিতা লিখে
নিজেকে এ ধরার মাঝে আগলে রাখি।
কাব্য না লিখলে এ চোঁখে নিদ আসেনা-
মন মানসিকতা খারাপ হয়ে যায়,
তাই তো প্রকৃতি ও এই পরিবেশের
মাঝে কবিতার কথা ছন্দ খুজে পাই।


হায়! মরে যদি যাই কে লিখিবে আজ-
কবির মনের কথা জমা ছিল যত,
কে প্রকাশিবে মো'রি দৈনন্দিন কবিতা
সে যাতনায় মনে কষ্ট পাইবো কত।
আমি যদি মরে যাই কাব্য মরিবে না-
আমাসঙ্গে  রাগ করে কাব্য পড়িবে না।