মানুষ করার পিছনে যাদের-
    মুখ্য ভুমিকা আছে,
তাদের মধ্য পিতামাতা শুধু
    প্রধান ভুমিকা রাখে।


তুমি যখন শিশু অবস্থায়-
     মায়ের কোলে ছিলে?
খেয়ে না খেয়ে সেই মা-বাবা
      বড় করেছে তোকে।

সন্তানের মুখ শুকনো দেখলে-
    বলে বাবু খাচ্ছ কিনা,
সন্তানের মুখে হাসি ফোটাতে
    কত কি করে কিনা?


সন্তান, অসুস্থ্য হলে বসে থাকে-
        মুখের দিকে চেয়ে,
ডাক্তার ডাকে ভাল করাতে
       সব কিছু দেয় বিলিয়ে।
    
সেই ছেলে যখন বিয়ে করে-
     বউ আনে যেদিন ঘরে,
বউয়ের ভালবাসার ছোঁয়ায়
     ভুলে যায় পিতামাতারে।


কত কষ্ট করে মানুষ করে-
    বার্ধাক্যে সুখের লাগি,
সুন্দরী একটি বউ পেয়ে সে
     ঘর থেকে যায় বাগি।


নিরুপায় হয়ে কাজ করে-
   অপর মানুষের বাসায়,
শেষ বয়সে বউকে নিয়ে
     সুখে থাকার আশায়।