কাকফাটা গ্রীষ্মে
       এম,এ,সালাম
            ২৩-০৫-২০
==================
খাঁ খাঁ করে রৌদ্র মাঠঘাট  ফেটে চৌচির
দূপুর রোদে পথিকের  মন থাকে না স্থির।
বৈশাখে সূর্যের আলো  ঝলক মারে চোঁখে
সবজনে এই সময়ে  ঠান্ডা পানি চেখে।
কালো কালো মেঘমালা  ঈশান কোণে
খাড়াঝিল্লি মাঝে মাঝে  আঁচল নেড়ে
বজ্রপাত হয় যখন, তখন ভয়ে মানুষজন
কানচাপে মাথা লুকায়  সাহসী সবজন।
পাগলা হাওয়া ছুটে চলে  সামনে যাহা পায়
কত ঘরবাড়ি গাছপালা  পড়ে সায় সায়।
বৃষ্টির ফোটা পড়ে  গাণের গুলি ফেল
শিলাপড়ে টিনের চালায়  চড়চড় খেল।
বৈশাখের কালোঝড়ে  গাছপালা নড়ে
কাঁচা আম গাছের তলায়  কতশত পড়ে।
ঝড়ের পড়ে গাছের তলে  আম কুড়ানির সুখ
মালিক বেটা দাওয়ায় বসে পায় যে কত দুঃখ।
হঠাৎ করে সূর্য্যিমামা  মেঘেরই কোলে
কত সুন্দর আলো ছড়িয়ে  হেসে খেলে।