কালাইম্মার বউ জিন্দাবাদ (ব্যঙ্গ)
      এম এ সালাম
       ২৩-০৬-১৯
     বরগুনার ভাষায়
-------------------------------


কালাইম্মার বউ পেরতেক দিন-  
   মেসেজ মারে রাইতে,
হায়! হেইয়া হুইন্না রফিক্কার বউ!
     বদনাম ছড়ায় দেদারছে।    
  
দিনে বেদিক্কা ঘুম দেইক্কা বশির-
বাজস্টানে আইয়া কয়,
বাড়তে গোনে নাইম্মা আইছি
   লজ্জায় মুই থাকমু নয়।


বইল্লা দিছি যেম্মে থাহো ভাই-
    মুই কোলো বাড়ি থাকমু না,
তোমার বউডার স্বভাব  খারাপ
    মুই কোলো আর হুনমু না।


মনের কষ্টে কোলো চইল্লা যামু-
    ওই পাররা নদীর কুলে,
কলস বাইন্দা মইররা যামু
     মোগো আপন মানুষ ভুলে।


কালাইম্মা মাঝে মাঝে চিন্তা হরে-
     মোর বউর স্বভাব ভাল না,
রাস্তার কুলে এল্লাহরে থুইয়া
     বিদ্যাশে মুই  থাকমু  না।


হ্যার চাইয়া মুই বউরে থুমু-
   বরগুনাতে বাসা রাইক্কা,
কিছু একটা কইররা হালাইলেও
    কেউ জিগাবেনারে ডাইক্কা।


শহরে থাহে ভাই ভাল মানুষ-
       লুচ্চামী ভাব হ্যাগো নাই,
কামাইল্লা কয় ধুশ শালা তয়
      মানের পান্নে কোম্মে যাই।


শ্যাষে কইলাম হোন কালাইম্মা-  
    দ্যাশে আইয়া বউরে দ্যাখ,
মান ইজ্জত সব ডুবতে আছে
    দ্যাশে ভাল নেইরে শ্যাখ
  
পিডান খাইয়া সোজা অইবি-
    হাপে যেমন মইর্রা অয়,
ইমুতে যদি কতা কয় গো
    কোন্দিন পাপে  ধইররা বয়।


মুইতো মনু আগেই সোজা -
     ঘরছাড়া মোর হগল বাদ,
ঘরের বউ ঘরে আইছে
     সিদ্দিককা কয়  জিন্দাবাদ।