কালো বৈশাখী
  এম,এ,সালাম
    ০৫-০৪-২১


ধুলো বৃষ্টি হইছে সৃষ্টি
   বইছে ঘূর্ণিঝড়,
শুকনো ডাল ভেঙ্গে পড়ে
   ভরছে বাড়িঘর।


শোঁ শোঁ শব্দ বাতাস
  ঈশান কোণ হতে,
ছোট ছোট খরের ঘর
  উড়ছে কেল্লাফতে।


বাড়িঘরের ধুলোবালি
  এমন ভাবে উড়ছে,
ঘূর্ণীপাকে জানালা দিয়ে
  বাড়িঘর সব ভরছে।


ঝড়ের শেষে আম কুড়ানি
   ছেলে মেয়ের ধুম,
ঠান্ডা বাতাসে আজ রাতে
    ভাল হয়েছে ঘুম।