কবিতাঃ- কালো রাত
    এম,এ,সালাম
     ২১-০৫-২০
==============
শান্ত অঁখিল  সন্ধা রাতে
   গগনে তারার  মেলা,
চাঁদের আলোর  মধুর হাসি
   খেলছে  প্রেমের খেলা।


গুমগুম রবে  মেঘ ডাকে
    অধিক রাতের  পড়ে,
বিজলী মেয়ে  আঁচল নেড়ে
    সুর লয়ে খেলা  করে।


মেঘ চমকায়  আকাশ দমকায়
    অম্বরের নিচে  ঝলমল,
দাদায় বুয়ায়  চৌকিতে বসিয়া
     শুষ্ক কাশিতে  খলখল।


ঝড়ো হাওয়ায়  পাতা পড়ছে
   ওই সমীরণ আসছে ধেয়ে,
ধুলোবালি সব  ঝড়ো হাওয়ায়
     সব নিয়ে যাচ্ছে উড়িয়ে।


বাদল ঝড়ছে  শিলা পড়ছে
    উড়িয়ে নিচ্ছে গাছপালা,
ঘূর্ণীঝড়ে উড়ে নিয়ে যায়
   দুঃখির বসত  ঘরের চালা
    
ঝড়ো হাওয়ায়  আম্র কাননে
    দেখছি আমের ছড়া ছড়ি,
দিনের বেলায়  আম কুড়াতে
  অনেক শিশুরা  খায় গড়াগড়ি।