তুমি, তথায় তুমি যেও নাকো-
যেখানে পরিবেশ বিরূপ প্রতিক্রিয়া,
বোলো নাকো কথা যুবকের সাথে
ফিরে এসো নচেৎ হবেই মিথস্ক্রিয়া।


ফিরে এসো এই মাঠে, সরষেক্ষেতে-
     ফিরে এসো হৃদয়ে আমার,
দূর থেকে দূরে, ওই সুদূরে তুমি
যুবকের সাথে মিশোনাকো আর।  
  
কী কথা ছোকরার সাথে তার সাথে?  
ওই আকাশের মেঘের আড়ালে,
হাওয়ার মতো ওগো তুমি আজ
তার প্রেম পুঁজারী হয়ে গেল।
  
ওগো,তোমার হৃদয় আজ কানন-
      বাতাসের ওপারে বাতাস,
মেঘের আড়ালে ওই সাদা মেঘ
মধু আহরণে মৌমাছির আনাগোনা।


ওগো,কতবার বলছি তোমায়-  
     তুমি কি শুননা আমার কথা?
তোমায় বিহনে আমার এ জীবন
     অনুর্বর মরুভুমিই রবে যথা।