ইচ্ছে করেছি সারাটা জীবন -
    লিখে যাব কলম দিয়ে,
সত্যের ডাক বেড়িয়ে আসবে
    কালো অথবা রঙিন হয়ে।


জানি আসবে তুফান উঠবে ঝড় -
    কলম হবে না আপন পর,
উঠবে তরঙ্গ জটলা বেঁধে
    তবুও এ লেখা যে বেড়িয়ে যাবে।


জানি এ কলমের চলার গতি-
    কন্টকাকীর্ণ নয়,
যে লিখিবে তার জীবনের ভয়
   এ কলম চোঁখ রাঙানির করে না পুঁজা।


যুদ্ধক্ষেত্রে কলম নয় অস্র দিয়ে-
     আমার অস্র কলম ছুড়ে,
এ ব্যবহার সত্যের ডাক নিয়ে
     করতে হবে জয়।


জীবন যুদ্ধ বড়ই কঠিন-
     ননীর পুতুলের মত নয়,
ধৈর্য ধরে সাহস নিয়ে এ লেখা
    সামনে চলবে সাহস নিয়ে এগিয়ে যাব।