কালরাত্র রক্তে লাল
        এম,এ,সালাম


একগুচ্ছ রক্তরাঙা ফুলের সৌরভে
    তুমি যতটুকু আনন্দিত,
আমি কিন্তু ঢের বেশী চমকিত।


কিন্তু কেন? শুনো খুলে বলছি-
আমি প্রানিকুলের রক্ত দেখেছি,
এমন কি শ্রেষ্ঠজাতি মানুষেরও।


রক্তের রঙ যে এত্ত লাল-
আগে আমার জানা ছিলনা,
মায়ের কাছে শুনেছি এভাবে।


২৫ শে মার্চের রাত কাল নয়-
বরং রক্তের লালে লাল,
অন্ধকার নয় লালের হলিখেলা।


ওরা রক্তের উল্লাসে ফেটে পড়ে-
আফ্রিকার হায়নোর মত,
নখরে থাবা মেরেছিল মানুষের উপর।


টুকরো টুকরো করেছিল লালিত স্বপ্ন
ছিন্নভিন্ন করেছিল ওদের দেহাবয়াব,
তবুও লালিত স্বপ্নে জ্বলছে আলো।


কিন্তু থামেনি বাংলার দামাল ছেলেরা-
শুধু রক্তের হোলিখেলা চলছে,
হারিয়েছে সাহসী মা-বোনের সভ্রম।
ন'মাস রক্তে লালে লাল ছিল-


বাংলার আকাশ বাতাস রক্তের গন্ধে
দিশেহারা,
একটি লাল সবুজের পতাকার জন্য
রক্ত দিয়েও আমরা হয়েছি ধন্য।