কামিনীর লালসা
   এম,এ,সালাম


কামিনীর নেমান্তন্নে নরের আগমন-
     কাউকে সুধাতে পারি না,
কামুক দেহের অতৃপ্ত জ্বালাতন।
ভৃঙগ রুপে তুমরো ক্ষুধা ভোগ।


কাম লালসায় মজে গিয়েছো-
   নিশীতে  রঙিন স্বপ্ন দেখে,
আমার ক্ষুধা মিটিয়ে দাওনা ওগো
   ওই নিরালা কুসুম ও কুঞ্জে।


স্বর্গ রচিব মনোবাঞ্চায় বসুমতিতে
      ক্ষুধ পিপাশায় বিলিয়ে দাও,
একান্তে নিভৃতিতে স্রোতসিন্নী রুপে
   নইলে যে কায়াখানি মরবে ধুকে ধুকে


ইন্দ্ররুপে বিতারণ কর মনের জল ধারা-
তুমি বিহনে এ কায়া যে হবে বিনাশ,
প্রজারুপে মেনে নিব সত্যিই সহসা
মিঠিয়ে নাও মনের অভুক্ত লালসা।