কেমন তোমার বিচার?
     এম এ সালাম
      ১১-০২-২০


প্রভু যুলুমকারী যুলুম করে-
    পার পেয়ে যাচ্ছে দিবানিশি,
নির্যাতিতা, যুলুম ধৈর্য ধরেই
     সহ্য করে যাচ্ছে অহর্নিশি।


যুলুমকারীই ভাল থাকে সতত-
     কোন বিপদ-আপদ নেই,
আর্ত পিড়িতদের বিপদ আপদ
      দেখুন পাহাড় সম ভাই।


যারা ধর্মের কাজ করে তাদের-
   বিপদ সতত গড়িয়ে আসে,
নির্দোষীর আজ বিচার হয় এমন
    পাঠায় তারে পরবাসে।


তুমি তো দেখো চুরি করে আজ-
     সব চোরারা খালাস পায়?
ভাল মানুষ আজ চুরির দায়ে
     কেন জেলের ভাত খায়?


প্রভু, হারাম জিনিস হালাল ভেবে-
     যারা ভক্ষন করে থাকে,
তারাই তো বাড়ি গাড়ির মালিক
     দারিদ্রতা তাদের নাকি ডাকে।


হালাল কে হারাম যারা ভাবে -
    যারা পরের হক ঠকিয়ে খাবে,
তাদের কোন  অমর্যাদা নেই
     দুনিয়ায় ধুমধামেই চলে যাবে।


যারা সৎ তারাই গরীবিয়ানা-
    অসৎ যারা তারা ধনশালী,
ওহে প্রভু তুমি কি দেখাইতেছো?
    স্বর্গ নরকের ভয় খালি।