ক্যান্সারের জীবানু
   এম,এ,সালাম


ক্যান্সারের জীবানু ডুকেছে বুঝি-
    মানুষের শিরায় শিরায়,
এই জীবানুতে পেয়েছে যাকে
   তাকে ধরায় মাঝে কত ঘুরায়।


রন্ধ্রে রন্ধ্রে ডুকে পড়েছে জীবানু-
     নীতির মাথা খেয়ে,
যাকে একবার আক্রমন করেছে
      তারেই নাহি ছাড়ে।


এই ভাইরাস তো ছোঁয়াছে নয়-
     দূর্বল ভেবে ডুকে,
যার মন মগজে একবার ডুকেছে
     তারে বারে বারে কেন শুকে।


নীতির ভিতর প্রবেশ করে-
     নীতির মাথা খায়,
পূর্ণ দেহটারে চুষিয়া খেয়েছে
      ক্যান্সারের জীবানুর উছিলায়।


দেশের সব খানেতে এই রোগটি
    মাথাচারা দিয়ে উঠেছে,
যার কারনে আমার মনেও মাঝেও
       অনুভব করি ডুকেছে।