কান্তিমান ললাট লেকিন
     এম এ সালাম
       ১১-০৯-১৯


তোমার জন্ম ভাগ্যময় শ্যামল গাঁয়ে-
যৌবনে সৌম্যকান্তি কষ্টের বোঝা শয়ে।
কোঁকড়ানো কালো কেশে ম্যাচকরা তুমি
চারিদিকে গুনাম্বিত মার্জিত ভাষিণী।
কুচকুচে কালো ভ্রূ দেহাবরণ শ্বেত-
তোকে দর্শিলেই আমি পাগলের মত।
যুক্ত বেনী মুক্ত মনই কাড়িল আঁখি-
এ মন চায় তোকে সতত হৃদে রাখি।


প্রযুক্তি খুজিতেছি তোকে পাব কি করে-
তোকে ছাড়া এ মন রাখা যায় না ঘরে।
আহা! পাব কিভাবে তোকে সুখের লাগি-
সে পন্থার কথা সতত নীরবে ভাবি।
জান বিলিয়ে দিব সাথী করার তরে-
তবুও নিবে না তুমি আপ্তবন্ধু করে।
                                       (সনেট)