কারাগারে অতীতের স্মৃতি
        এম এ সালাম
         ১৩-০৪-২০


কেন যেন কোথাও ভাল লাগে না-
     সতত অতীতের দিনগুলো,
দক্ষিনের মৃদু মলায়ে ভেসে উঠে
   বন্দি দশায়, হতাশায় দিনাতিপাত।
  
কে যেন আমায় সতত রহিয়া রহিয়া
    মৃদু মলয়ে থাকিয়া ডাকিয়া যায়,
তখনই মনের কোনে শূন্যতা লাগে
    কোথায় যাবো লকডাউন কেটে।
    
অতীতের সব মধুর ও দুসময়ের-
     কথা মনে পড়লেই বুকের মধ্য,
হা হা কার বেদনার রঙ মেখে
    প্রলেপ দিতে থাকে সকাল সন্ধা।


অতীতের সকল ভালবাসার গল্প-
    বিরহ বেদনার করুণ বার্তা,
উথলে উঠে একাকীত্বের অবস্থানে
  ফের কোয়ারেন্টাইনে হাহাকার।
    
যখনই ভবিষ্যতে সুখ পেতে চাই-
    তখনই লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই,
আমার একটা সেই হারাণো অতীত
  ডং ডং করে ছুটির ঘন্টা বাজায়।


যতই চেষ্টা করি আর কখনোই-
   অতীতের রঙ মহলে পদার্পণ,
আকাশ কুসুমের মত  ব্যার্থ চেষ্টা
   মৃত্যুর দুয়ারে ছুটে যাইয়ার মত।