কেদারার তরতিব
    এম, এ,সালাম
        ০৫-০৩-২০


দাদু,গরু হারাইয়া গিয়েছিল-
   সুরেন স্যারের বাড়ি,
সম্মান করে বসতে দিলেন
    কাঠের তক্তার পিঁড়ি।


ভাগ চারেক পান দিল সে-
     জর্দা দিল  সাথে,
এমন সুপারি দিল যে সাথে
    গুল্লা দিল  তাতে।


কাহারো বাড়িতে গেলে পড়ে-
      বসতে দেয় চেয়ারে,
তখন আঢ্যর আবির্ভাব হইলে
       উঠাইয়া দেয় তাহারে।


সভা-সমাবেশে দর্শিতে পাই-
    কত সুধীজন সামনের বসে,
বিবেগ দিয়ে আসনে বসুন
     কোথায় আসন আছে?


কেহ বসলে যদি উঠাইয়া দেয়-
      এটা হয় কেমন কথা,
কাকে উঠাই, তথায় কাকে বসাই
      সেটাই ভাবার কথা।


এই বিবেক খানি বিলিয়ে দাও-
    মনের আসন থেকে,
কেহ আদর পেয়ে বাদর হয়ে
     বসনা উঠে মাথে।


কত সভা অনুষ্ঠানে দেখিতেছি?
   আসন তরতীবের গড়মিল,
আসলে বন্ধু কোন গড়মিল নয়
    মন মানসিকতার অমিল।