কেমনে মানি ধর্ষণ
   এম,এ,সালাম
     ০১-০৫-২১
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
দিন চলে যায়, মাস চলে যায়,
চলে যায় বছরের পর বছর,
থেকে যায় প্রতিনিয়ত মিডিয়ায়
অগনিত ধর্ষণের খবর।


আজকাল দেশের আনাচে কানাচে
ধর্ষন হয়  দেশের অলি গলিতে,
অনেক মা বোন লজ্জার কারনে
কাহারো কাছে না পারে বলিতে।


সমাজে আজ ধর্ষণ অগনিত ধর্ষন
প্রতিদিন খবরের কাগজের চিত্র,
দেশের আইন এত  দূর্বল বিধায়
অন্যায়,নির্যাতন, সহিংসতাই সুত্র।


সমাজের, রাষ্ট্রের অথবা বিশ্বের চিত্রে
মানবতা বলতে কিছুই নেই?
নারী মা বোন রূপে জন্ম নেওয়ায়,
আজ কোনো অধিকার নেই?  


হে অসভ্য  হিংস্র ও নিষ্ঠুর প্রজাতি,
বলুন কে তোমার জন্মদাতা?
দশ মাস দশ দিন কাহার ঔরসে
কে তোমার আসল সেবাদাতা?


এই নিষ্ঠুর পৃথিবীর আয়ুকাল রবে,
আর কত দূরে, দীর্ঘকাল?
মানতে পারছি না সমাজের অসভ্যতা
এই নিপীড়ন হাল চাল।


মনুষ্যত্ব, ভ্রাতৃত্ব, সহানুভূতি,মানবিকতা
সাম্যবাদী আজ গেছে কোথায়?
বর্তমান সমাজ শিশুর মত বোকা
কেন ঘুমন্ত সোনার বিছানায়?


দেশে সমাজে নারীর অধিকার বলতে,
চাকুরীতে,  অনাত্র নজির নেই,
নারীর ক্ষমতা,অবদান অনুভুতির
আজ কোনো ইতিহাস নেই?


শতশত আশা ভরসার স্বপ্ন নিয়ে,
ধরায় এই রমণীর জীবন,
হিংস্র নর-পশুরা আর কতকাল,
সমাজে ধ্বংস  করিবে এমন।


ক্ষমতাধর রাষ্ট্রের  মালিক বন্ধ কর
এই অমানবিক কাজ কর্ম,
রাষ্ট্রের, সমাজের, বিশ্বের চাই,
আইনগত জোরদার এই অপকর্ম।


হে বাঙালি আর নয় নিস্তব্ধতা, সহ্য,
অন্যায়কে প্রতিবাদ করুন,
নর-নারী হাতে হাত রেখে শপথ  কর
রাষ্ট্র ও সমাজকে সুস্থ রাখুন।