কেন বেশ্যা হলাম?
           এম,এ,সালাম
            
বাবা মায়ের আদরে তিলে তিলে করে-
     বড় হয়েছিল মিনারা,
বার তের তে পা দিতেই মিনারা
     ইভটিজিং এ প্রভাবে নাহি পায় নিস্তর।


গরীবের ঘরেই জন্ম  হওয়া-
    মহা অভিশাপ ছিল তার,
সুন্দরী হওয়ার সুবাদে সবাই
    ওকে আর নেত্রে ফলো করে।


যে দেখে সে কু-প্রস্তাব দেয়-
     তোমাকে ভালবাসিব আমি,
প্রয়োজনে সব দিয়ে দিব
      মিনারা এইটুকু আমি জানি।


ক্লাসে যেতে ভয় দেখায় কত?
     বড় লোকের ছেলেরা,
ছুটি হলে পিছু ছুটে কত?
      গরীব  বাজেমার্কা ছেলেরা।


নিরুপায় হইয়া জান বাঁচার তাগিদে
     জীবন যৌবন বিলিয়ে দেয়,
বিনিময়ে মিনারা লাঞ্চনার বোঝাটি
     অনিচ্ছায় মাথায় তুলে নেয়।


মিনারাকে দেখে হাসা-হাসি করে-
    গাঁয়ের আবাল-বৃদ্ধ জনেরা,
কত  জনে যে টিটকারীতে অট্টহাসে
     কিন্তু কি করবে নিরুপায়।


নরপশুরা ওকে টাকার বিনিময়ে-
     ভোগ বিলাসে থাকে মত্ত,
কত ক্রেতারা মোবাইল সিরিয়ালে
     জ্বালাতন করে দিবারাত্র।
    
চায়ের আড্ডায় কানাঘুষা করে-
    কত আত্মীয়, বন্ধু স্বজনেরা,
বেশ্যার নামক ঘৃনিত উপাধিটি
     হাওয়ায় করছে ঘোরা ফেরা।