কেন মিথ্যে স্বপ্ন দেখালে?
          এম,এ,সালাম
          
ওগো তুমি বলেছিলে কোন এক ঈদে-
    এনে দিবে রেশমি চুড়ি,
সেই কথাটি মনের দুয়ারে কেন যেন
     আজ করছে ঘোরাঘুরি।


বলেছিলে কোন এক ছুটির দিনে-
     নিয়ে যাবে চিড়িয়াখানায়,
নিয়ে গেলে না তুমি চিড়িয়াখানাতে
     নিয়ে গেলে জেলখানায়।


ওয়াদা করেছিলে কোন এক জ্যোৎনা রাতে-
    নিয়ে যাবে কুয়াকাটায় রাসে,
কুয়াকাটা না নিয়ে গেলে তুমি
     ট্যাংরাগিড়ি ইকোপার্কে।


আলত ছোঁয়ায় হাত বুলিয়ে-
     আদর করে বলেছিলে,
সিনেমা হলে রাজ্জাক শাবানার ছবি এলে
      দেখতে যাব দু'জনে মিলে।


ঈদ আসিলেই চুড়ি খুলে রাখি-
   নতুন রেশমি চুড়ির আশায়,
ছুটির দিনে অপেক্ষায় থাকি
চিড়িয়াখানায় ময়ুয়ের নাচ দেখাব।


জ্যোৎস্না এলে সেজেগুছে থাকি-
     যাব কুয়াকাটার সৈকতে,
রাজ্জাকের ছবি দেখার জন্য
   বসে থাকি নতুন করে সেজেগুছে।


কোন কথাটা রেখেছো তুমি-
     আমার মান সম্মান রাখলে না,
মিথ্যে স্বপ্ন দেখার জন্য তুমি
    আর আমাকে ধোকা দিও না।


রচনার সময়কালঃ ০৩-০১-১৬