কেন নজরে পড়ি?
      এম এ সালাম

সাধটুকু মিটিয়ে আমি হাসি মুখে থাকি-
পুরুষের কু-নজর এড়াতে সতত মুখ ঢাকি।
উখার পাকের পক্তি ধূম্রে আমার দীর্ঘশ্বাস-
স্বামীর সেবা সংসার ধর্মে করছে আমায় গ্রাস।
স্বাভাবিক নিয়মে চলছ যোনীর ঋতুস্রাব-
গোপনাঙ্গের অনুভুতিগুলো আর্শীবাদ না অভিশাপ।
তোমার নজরে কেন যে পড়ি ভেবেই আকুল-
কি জিনিস বানাইয়া আমার করেছো ব্যকুল।
অঙ্গের প্রতি নজর পড়িলে মানে নাযে হুস-
কেন গোপনাঙ্গ দেখার জন্য হও যে বেহুস।
কাম-লালসায় পাগল হয়ে ধর বৃদ্ধ শিশু-
মানুষ নামটি ভুলে গিয়ে নাম দেও নরপশু।
ভেদাভেদ নাহি মান বোন,মা মেয়ে
পশুর স্বভাবে আসল রূপটি ফেলেছো খেয়ে।