কেন অতীত  ভুলে গেছো?(১৯৫২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-১১-২০২২
======================
ওরে মানুষ কেমনে ভুলে গেলি!
সেই অতীত দিনের কথা,
অতীত স্মৃতির কথা মনে পড়লে
হৃদযন্ত্রে লাগে কত ব্যথা?


যেদিন তুমি মহা বিপদে ছিলে
সেদিন পাশে ছিলাম,
আজ আমি তোমার কাছ থেকে
শূন্যের খাতা পেলাম?


বিপদের সময় স্মরণ করিলেই
ঝাপিয়ে পরিতাম পিছে,
এমন ভাবে অবমূল্যায়ন করছো
উপকার ষোল আনাই মিছে।


উপকার কারীর সামান্য স্বার্থে
ত্যাগ ছিল না কিছু,
আরে বোকা জিতে গেছো নাকি
একদিন হাটবি পিছু পিছু।


ভেবে দেখো মানুষ সেদিন  থাকিতে
ওই পেপারের  শিরোনামে,
তোমরা সবাই ভুলে গেলে কেমনে?
সেকথা সুখের সন্ধিক্ষণে।


স্বার্থের জন্য অকৃতজ্ঞ হলে আজ
ভুলে গেলে বিপদের কথা,
জানলাম উপকার করলে ক্ষতি হয়
এটা দুনিয়ার নিয়ম যথা।


সুজন ক্ষতি যদি এখন করতি চাও
উপকারের সমান করিও,
তা না হলে সমপরিমান বদলা দিয়ে
কৃতজ্ঞতা প্রকাশ করিও।