কেড়ে নিচ্ছে অধিকার
    এম,এ,সালাম
     ২৭-১১-২১
=================
ওরা অধিকারটুকু কেড়ে নিচ্ছে
     কেড়ে নিচ্ছে সম্মান,
নালিশ করলাম কর্তার কাছে
    কর্তায় হইলো মৃয়মান।


মনের কষ্ট বুকে চেপে ধরে
   নিরাশায় পথ চলি,
অসম্মান আর কষ্টের কথা
    কার  কাছে যে বলি।


কে আছো কোথায় আছো?
    কষ্টের কথা শুনে যাও,
এখন আমি যে একা হইলাম
    হইলাম যে নিরুপায়।


কে আছে যে এগিয়ে আসবে?
     এই  দুঃসময়ের কালে,
যে ডাল ধরে দাড়াতে চাই
     সে ডাল ভেঙে ফেলে।


মামা খালু সবাকে দেখলাম
   কেউ আসে না পাশে,
সবাই আছে স্বার্থের চিন্তায়
    কিছু যে পাবার আস।