কেড়ে নিল চোখের ঘুম
     এম,এ,সালাম
      ০১-০৮-২১
================
বিষন্ন মনে কাটছে সময়
বেড়ে যাচ্ছে বেদনা,
কি হবে কি হবে নারে মন!
সেই ভাবনায় কেঁদ না।


বিষন্ন মন অজানা কারণ
কাহারো নেই স্বজন,
কেউ উদ্বিগ্ন লেখা পড়ায়
কেহর  স্বার্থ হরণ।


কারো ঘরে খাদ্যের অভাব
কেহর গিয়েছে চাকুরী,
কেহ আবার গ্যাসের অভাবে
রাধেন চুলায় লাকরী।


কর্ম নাই তাই পকেট খালি
চিন্তায় গেল মনোবল,
উত্তাল সাগর পাড়ি দি কেমনে
চিন্তায় ফেলি আঁখি জল।


নদীর কূল নাই কিনারা নাই
কেমনে  দিব পাড়ি,
করোণার লকডাউনে পরে
বাসায় খায় গড়াগড়ি।


ওই বিষন্নতায় মানুষকে টেনে
ওই মৃত্যুর দুয়ারে,
চিন্তা অনিদ্রায় ঘুম আসে না
চিন্তায় জাগে খুব ভোরে।


প্রতিদিন ওই খবরের পর্দায়
হাসপাতালের আহাজারি,
রোগীর প্রাণ যায় যায় পালা
বিছানা ঘুছিয়ে যায় বাড়ি।


অর্থের চিন্তায় ওই ক্ষুধার্তদের
মোটেই ঘুম আসে না,
টাকা নেই তাই ঘরের সঙ্গীনি
আগের মত ভালবাসে না।