য‌দি জীবনে না  ফি‌রে আসি-
     ‌ভাবিস আমি ম‌রে গেছি,
তোর জন্যই বারেক ওই বাঁকে
   যেন একবার ফিরে আসি ।


আমার জন্য চোখ থেকে তুইরে-
     আর ফেলিস নারে জল,
সখী, মরার পরে কান্না করার,
    দেখ, দাম কি আছে বল?


আমায় ঘি‌রে মনের যত কথা-
    কতবার হয়েছিল ফোনে,
সে সব মধুর কথা মুছে ফেলিস
    সখী, রাখিস না আর মনে ।


চাঁদতারা হয়ে  আমি ওই অম্বরে
      মিট মিটি তোর জন্য জ্বলবো ,
স্বপ্ন হয়ে কাছে এসে না হয় বন্ধু
      মনের কথা খুলে বলবো।


‌রাতে নিগুঢ় ঘু‌মে তারার মা‌ঝে -
      খুঁজিস আমায় ধ্যানে স্বপ‌নে,
স্বপ্ন ভাঙ্গার পরে যেনো যাস না
     আবার সব কিছু যে ভু‌লে।


জানি,সব স্মৃতি জেগে উঠবে-
    রঙিলা মনের কোনে,
প্রেমিক মনটা আর কি পাবি?
   একবার নিবি কাছে টেনে।
  
সখী স্মৃ‌তির পাতা খুঁজ‌তে গি‌য়ে-
      সতত কষ্ট মনে তুই পাসনা,
তাইতো বলি মরার পরে ভুলেও
     আমার স্মৃতি ধরে রাখিস না।