কাক আর কোকিল
  এম,এ,সালাম
    ১৩-১০-২১
==============
কাক কোকিলের মতানৈক্য
দেখলে করে রাগ,
কাকের বাসায় কোকিলের ছা
বোকা কাকের ত্যাগ।


অলস কোকিল বাসা নেই
কাকের নীড়ে ডিম,
কাকের ত্যাগে ফুটে ছানা
বুকের মাঝে হিম।


কাকের গলা বড়ই কর্কশ
কা কা ডাক তার সুর,
কোকিলের ডাক সু-মধুর
যায় হাওয়ায় বহুদুর।


কাক খায় যত বাসিপচাঁ
কোকিল খায় ফল,
কাক চিনি যে গলার স্বরে
কোকিল বসন্তকাল।


কাক কোকিলের স্বভাব নিয়ে
সমাজে মুখোশ মানুষ,
যে যার মত স্বভাব চালিয়ে
করে যে কত ফানুস।


কাক কোকিলের বৈরী স্বভাব
বিশ্বাস ঘাতক কাজ,
নাক বিহীন আজ জনগনের
নেই যে কোন লাজ।