খাল কেটে কুমির আনা
     এম এ সালাম
      ০৬-০৯-১৯


খাল কেটে তুই কুমির আনলি-
     ওই মৃধা বাড়ির বিলে,
চুনাপুঁটি আর রুই কাতলা
      আস্ত খাইবে আনে গিলে।
নগদ লাভ দেইক্কা রে তুই-
      বিকাইলি রুই কাতলার মাথা,
ক,দিন পড়ে বুঝবি আনে
     তোর মাথাতেই ব্যাথা।
সুতার জাল ফাসাইয়া  তুই-
     এসে গাঁথলি গুনার জালে,
তোর মাথাতেই ধাক্কা দিলে
      জ্বালা বুঝবি শেষ কালে।
তুই ঠাট বজায় রাখার জন্য-
     কিনে আনলি কটা কুমির,
টুক্কা দিয়া আম পাড়িলে
     পরবে আনে ক,টা জামির।
কাজের লোক আনলি রোয়া দেইক্কা-
      রুইক্কা পড়বে তোর দিকে
লাভ লোকসান মেপে দেখবি
      অর্ধেক মাত্র ফিতে।


বিদ্রঃ- মিশ্র আঞ্চলিকতায় লিখা