কালো চশমা
   এম,এ,সালাম


বেশ মানিয়েছে কালো চশমায়-
     যখন চর্মচোখে দেখি তখন,
ওগো সুন্দরী কাল চশমায় দর্শীলে
     মন নেচে গেয়ে উঠে তখন।


কালো চশমায় সবারে মানায় না-
     তোকে মানিয়েছে যেমন,
আ'মরি চোঁখে কালো চশমা পড়িলে
এই চেয়ে দেখ,দেখায় কেমন?


আসলেই তোমার মত দেখি না কাকে?
     সু-নয়নের সুন্দরী নারী,
আলত করে বলিবে না আমাকে
     কোন শ্যামল সবুজ গাঁয়ে বাড়ী।


চশমা পড়ে ঘুরতে বের হও না-
দেখলে পাগল হবে কত যুবকেরা,
আমি কিন্তু পাগলামি করিব না
   কত যুবক করিবে তোমায় তাড়া।


আসল বাক্য প্রকাশ করি সুন্দরী-
     দেখলে আমিও পাগল হই,
বয়স থাকলে পূনঃ উদ্বাহ করিতাম
     কিন্তু তোর মত সুন্দরী পাব কই।


তুমি,ত ইন্দুসম কামিনী ললনা-
   পথ চলিও না খোলা মেলা,
হিতৈষীজন তোমার করিবে কুজন
    কাহার মন মাধুরীর হবে জ্বালা।