খামোশ নাকি রূঢ় ভাষা-
    শুনতে কেমন লাগে,
খামোশ দিলেই দমবেনা
   স্যার, কোন সাংবাদিকে।


খামোশ বললেই দমবেনা-
     আদর্শের যত কর্মী,
আমরাতো সবাই এই দেশের
     নয়তো সংবাদ কর্মী।


চোঁখ রাঙানীর দিন শেষ-
    দেশের সবাই সচেতন,
ভদ্রতার দোহাই দিলেই
     বলেন ওরা অবচেতন।


যাত্রা মঞ্চের খামোশ শব্দ-
     সব খানে বলা যায় না,
অন্ধের কাছে হাইকোর্টের
     খবর সতত বলা যায় না।


হুমকী দামকি না দিয়ে ভাই-
     সঠিক তথ্য জেনে,
মন্তব্য যা করেন না কেন?
       করুন,  জেনে শুনে।
      
খামোশ বলেই মুখ বন্ধ করে-
     জনতা ঠেকানো যায় না,
নিজের স্বচ্চ ছবি দেখে নিন
     একটু মনের আয়নায়।