কাঙ্ক্ষিত বৃষ্টি (১৮৫৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৮-২০২২
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মুষলধারে বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে
পানিবিহীন মাঠের চাষি উঠেছিল ঘরে।
হার মানানো তাপাদাহ ঠান্ডা হয়ে গেল
শ্রাবনের মাঠের চাষি স্বস্তি ফিরে পেল।
ঝুমঝুম বৃষ্টি হচ্ছে একটানা প্রাতঃ হতে
অসহ্য রৌদ্রের তাপ গেল যে কেল্লাফতে।
সবুজ শ্যামল বৃক্ষরাজি প্রাণ ফিরে পেল
সূর্যের প্রখর তাপ বৃষ্টিতে মিলিয়ে গেল।
উপভোগ করছি বৃষ্টির স্বাদ নাকে বসে
ছবি সেলফি মোবাইলে আপন বেসে।
ডোবা পুকুর ভরে গেল বৃষ্টির জলধারায়
পুকুরেতে সাপে মাছ আপন মনে তাড়ায়।
আহা!উত্তাপ শরীর ঠান্ডা হাওয়ায় ঠান্ডা
বৃষ্টি হচ্ছে ফোন করে জানে ঢাকার মান্ডা।