রঙ তামাশায় কাটাও যে দিন-
      কয় দিনের এই দুনিয়ায়,
চোঁখ বুঝিলে রঙ মহাল যে
     থাকবে সবই পড়িয়া।


আড়া-আড়ি করে তৈরী করেছো-
   কত রঙ মহলের বাড়ী গাড়ী?
আজরাইল আসিয়া কখন যে
   তোমায় ধরবে খপ করি।


কিশের মায়ায় কাটাও যে দিন-
   আসল বাড়ী ভুলে,
জন্মিলে মরিতে হবে
   এ বাক্য কেমনে যাবি ভুলে।


যতই দেখাই বাহাদুরী-
    যতই দেখাও গায়ের শক্তি,
সৃষ্টি কর্তার উপর ভরসা রেখ
    তবেই পাবে তুমি মুক্তি।


দরুনে দরুন কর জমিজমা-
    বিষয় সম্পত্তি তোমার কাজে আসবে না,
মরার পড়ে নির্ধারিত তোমার জন্য
     সারেতিন হাত জায়গা।


রঙ মহলে যতই থাক-
     খাঁট পালঙ্ক জাজিমের পড়ে,
বাঁচার চেষ্টা যতই কর,
    যেতে হবে সারে তিন হাত ঘরে।


ঝাড় বাতিতে সাজাইছো ঘর-
    মনের মত করে,
মরার পড়ে যেতে হবে
  ওই অন্ধকার কবরে।


জমিদারী আর বাহাদুরী-
     সবই একদিন ভেস্তে যাবে,
মরার পড়ে তোমার এই সব
     সবই পড়ে রবে।


দাড়ী চুল পেকে সাদা হয়েছে-
    পরগাছা গিয়েছে পড়ে,
মৃত্যুর ফরমান পেয়েই যাবে
    টিকেট নেই যে ঘরে।