কাঠ পুতুলের বিয়ে
     এম,এ,সালাম
       ১৯-০২-১৮


কাঠের ঘর সাজিয়েছে আজি-
     কাঠ পুতুলের বিয়ে,
নারিকেলের পাতার বংশী বাজিয়ে
     দুলহান কে এলাম নিয়ে।


দুলহানকে দেখে পুতুল কনে-
      ঘোমটা তুলে মুখে,
তাই দেখিয়া বর যাত্রী সব-
     খিল খিলিয়ে হাসে।


টোপর মাথায় দুলহান আসছে-
    বউ তুলে নিবে বাড়ী,
কাঠের গাড়ী অপেক্ষা করছে
     গাড়ীতে আসুন তারাতারি।


কনের চোঁখে জল দেখাতে-
      কাঁদে কনের মা,
মেয়ে হয়ে তুই জন্ম নিলি
     জোমের বাড়ী যা।


মা কাঁদে ঝিয়ে কাঁদে-
    কাঁদে পাড়ার ছেলে বুড়ো,
মায়ের কাঁদা দেখে কত?
   করুন সুরে কাঁদে নানী দাদীরাও।