খোকান সোনা (১৯৪১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-১০-২০২২
==============
সোনার ছেলে বলে মাগো
আচ্ছা তুমি কেন কাঁদো?
ক'দিন ধরে অনাহারে আছি
আজ কেন মা সাধো।


মনোকষ্টে মায় বলে খোকা
হচ্ছে হৃদ মাঝারে সাজা,
গরীব দুঃখী উপবাস থাকে
দেখে না দেশের রাজা।


সোনার ছেলে বলে যে মাগো
মনে কষ্ট নিও না আর,
একদিন আমি বড় কিছু হবো
তবো মানবো না'তো হার।


প্রতিজ্ঞা করছি জাতির মানুষ
কেমনে না খেয়ে থাকে,
দুখ-কষ্ট দেখে দেশের রাজা
চলছে ধর্মের বাঁকে।


রাজার জন্ম যে সাম্য সমতা
সাধারণেরও জন্ম তাই,
কেমন করে নেতার আইন
দুই রকম দেখতে পাই।


আজকে আমি ছোট্ট শিশু
কালকে যে পূর্ণ হবো,
স্বপ্ন আমার রাজার মতন
জাতি উপহার দিবো।


নজর দিবো জাতি আমার
কেমনে না খেয়ে থাকে,
বাইবো আমি দেশের তরণী
সাত সলিলেই বাঁকে।