ক্ষমা চেয়েও পার পেলো না-
    অরিত্রীর ফোটা জীবন,
অপমানের চেয়ে মৃত্যূ শ্রেয়
    এটাই তারই নিদর্শন।


একটু ক্ষমার জন্য ঝড়ে গেল-
     গোলাপের মত ফুল,
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিলে
      বন্ধু হত কি  মহাভুল।


বন্ধু, ভুল তো মানুষেই করে -
   তাগুতের ভুল হয় না,
কত সুধিলো তবুও কেন যে?
   পাথরের মন গলে না।


ভুল করিয়া আল্লাহর দরবারে-
    যদি ক্ষমা  চায় কেহ,
আল্লাহ তাকে মাফ করে দেয়
    হাজারো ভুল করিলে কেহ।


ভুলের ক্ষমা চেয়েছিল অরিত্রী-
    গুনি জনের পা ধরে,
কেন যে ম্যাডামের মন গলে নি
    তবুও মাফ না করে।


অরিত্রীর বাবা ক্ষমা চেয়ে ও-
   মাফ পায় নি টিসি হতে,
হাতের ক্ষমা মাফ করবে না
    দেশবাসী কোন মতে।