বিপদের সময় বন্ধু চেনা যায়-
    শুভাকাঙ্ক্ষীরা থাকে না পাশে,
কত আকুতি মিনতি প্রকাশের পরও
    বন্ধু,এগিয়ে আসে না কাছে।


বিপদ দেখে কেউ অট্টহাসি হাসে-
     হায়রে উপহাস করে কত?
ঘর পোড়ার মধ্য আলু পোড়া দিয়ে
     আনন্দ প্রকাশ করে কত?


বিপদ দেখলে কেউ মহা খুশী হয়-
     যদি যায় অন্যের জীবন ক্ষয়ে,
মুখ থাকিতেই বোবা হয়ে থাকে
      লাঞ্চনা,অপমানের বোঝা শয়ে।


বিপদ দেখলে কেউ মজা মারে-
    না বুঝের অবুঝ মারে আশে,
উভচর প্রানী কত লাথি খায়?
    সুযোগে রক্ত চুষে খায় দাসে।


কষ্ট নিয়ে বিপদকারীরা যখন-
     বিপদে দুঃখের সাগরে ভাসে,
তারপর কিছু ভাল লোকের জন্য
    এই ধরার  মাঝে বেঁচে আছে।


কেহ ঝোপ বুঝে কোপ মারে-
    সুযোগ বুঝে মওকা ধরে,
আবার বিপদ দেখলে দূরে সরে
    স্বার্থে আপনকে পর করে।