মানুষ বড় নিমক পরিপন্থী-
    তুমি যতই উপকার কর না,
সামান্য ভুল হলেই তোমার
    তোমায় নিয়ে করে নানা ধারণা।


তুমি এমন উপকার করেছিলে-
     হয়তো উপকারটি ছিলে বড়,
সামান্যতম ক্ষতির লাগিয়া
    ক্ষতিকে দেখেছিলে মহাবড়।


উপকারের কথা মানুষ কেন?
     পরবর্তীতে মনে রাখে না,
কিঞ্চিৎ ভুলের মাঝে সে কেন
     করে রঙ বেরঙের ধারণা।


উপকারের উপকার করে যে-
    সে মানুষ নাকি কৃতজ্ঞ,
উপকারির অপকার করে যে
    সে মানুষ নাকি অকৃতজ্ঞ।


উপকারের কথা মনে রাখে না-
    কেন ইতিহাস যায় ভুলে?
এমন মানুষের স্থান হবে না
    মায়াময় জগতের কুলে।