খুজে ফিরি তাকে
       এম,এ,সালাম
        ২৫-০৩-১৮
আমি শুধু তাকেই খুজি-
    যে আমাকে খুজিতে গিয়ে,
পথ হারিয়েছে মাঝ পথে
     খুজে ফিরে নীল সবুজের মাঝে।


অভিসন্ধি মত খুজতে আছি-
    ললাটের ভরসা রেখে,
উল্লাস শুধু একটা, পাব তোকে
    আঁধিয়ার অভ্রকের নিচে।


গহীন কুঞ্জে কত খুজিলাম-
    তোর সাক্ষাত নাহি মিলে,
হিল্লোলের মাঝে অক্ষি রাখিলাম
    অকৃত্রিম ভালবাসি বলে।


গান্দিনী তুমি এগিয়ে আস-
     তরঙ্গমালার রুপ ধরে,
ঝড়ো হাওয়া বহিতে থাকিলেও
     খুঁজিয়া ফিরিব তারে।


কাহারো নিবাসে লুকালে তুমি-
      সুধাকর রূপে খুঁজিব,
লোচনের ক্ষমতা বাড়িয়ে দিয়ে
     অভ্যাগত হয়ে ডুকিব।