খুঁজতেছি তোকে
      এম এ সালাম
          ৩০-০৯-১৯


সেই যে কবে খুঁজতে আছি-
     তোমার একটি ছবি,
তোকে নিয়েই ভাবতে আছি
     আমি সুর ছন্দের কবি।


ফেইজ বুক খুললেই খুঁজি-
     কোথায় আছ তুমি?
খুঁজে খুঁজে পাগল পাড়া
      আর পাব কিনা আমি।


বন্ধু থেকে বন্ধুর পেইজে-
    সতত হন্য হয়ে খুঁজি,
ফেইজ বুকে না পেয়েও রে
     তোকে ইমু নম্বরেও খুঁজি।


ভাবি আবার নিরালয়ে বসে-
    তুমি বেচে আছ কিনা,
আবার ভালবেসে মরার কথা
     মুখের ভিতর নিই না।


তুমি যদি বেচে থেকো কবিতা-
     আমায় দর্শন দেও,
তোমার জন্য কি করেছি,রে
     একটু দেখে যাও।


বকুল ফুলের মালা গেঁথে-
    রাখছি আমার হাতে,
পড়িয়ে দিব তোমার গলে
    যখন ই পাইবো তোকে।