খুকীর ভালোবাসা
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৪-২২
🚸🚸🚸🚸⬆🚸🚸🚸🚸🚸
একটা খুকী বাসতো ভালো
চিরকুটে খবর নিতো রোজ,
সেই খুকীটি কোথায় গেলো
আমি পাই না যে তার খোঁজ।


জ্ঞাণীর মত জ্ঞান দিয়ে যেত
যাতে পথের কাটা সরে যেত,
রুনা লায়লার গান শুনাতো
শুনে মন ভরে যে যেতো।


ওই পাড়েতে শ্যামল ছায়ায়
ছিলো ওই যে খুকীর বাড়ি,
খুকীর খোঁজে নিত্য আধারে
আমি হলাম অভিসারী।


ওই খুকীটির নামটি আজও
মনে লাল কালিতে লেখা,
আজ মনে পড়ে তাই যে খুঁজি
কিন্তু পায় নি খুকীর দেখা।


কি যে করবো ভেবে আকুল
মনের মাঝে ব্যথা বাজে,
আর কি দেখা হইবে ভবে
খুকীর খোঁজা আমার সাজে।